বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও দক্ষিণ আফ্রিকার গ্লোবাল টি২০ লিগে খেলার ছাড়পত্র পাবেন পাকিস্তানের ক্রিকেটাররা।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের ওয়েবসাইটে শনিবার এ তথ্য জানিয়েছে।
প্রসঙ্গত, বিপিএলের পঞ্চম আসর শুরু ২ নভেম্বর; শেষ হবে ১০ ডিসেম্বর। দক্ষিণ আফ্রিকার গ্লোবাল টি২০ লিগ শুরু ৩ নভেম্বর; শেষ হবে ১৬ ডিসেম্বর।
অন্যদিকে আগামী ৪ নভেম্বর থেকে পাকিস্তানের ন্যাশনাল টি২০ কাপ শুরু হওয়ার কথা ছিল। আর ১৯ নভেম্বর শেষ হওয়ার তারিখ নির্ধারিত ছিল।
এতে করে সময়সূচি নিয়ে সংঘর্ষ বাধে। যাতে করে পাকিস্তানের ক্রিকেটারদের বিপিএল ও গ্লোবাল টি২০ লিগে অংশ নেয়া নিয়ে শংকা তৈরি হয়।
তবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের জাতীয় লিগের সময় পরিবর্তন করেছে। নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ থেকে ২৩ নভেম্বর।
পাকিস্তানের যেসব ক্রিকেটার বিপিএল ও গ্লোবাল টি২০ লিগের সঙ্গে চুক্তি করেছে তাদের ছাড়পত্র দেবে পিসিবি। সেক্ষেত্রে একটি শর্ত দেয়া হয়েছে। বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের অবশ্যই ৭-১৭ নভেম্বর পর্যন্ত জাতীয় লিগে অংশ নিতে হবে।
তবে পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহিদ আফ্রিদি, মিসবাহ-উল হক, সোহেল তানভীরসহ যেসব ক্রিকেটার বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ নন তারা শুরু থেকেই বিদেশি লিগগুলোতে অংশ নেয়ার ছাড়পত্র পাবেন।