আমার টাকায় জন্মদিনের অনুষ্ঠান হলো আর কার্ডে আমার ছবি নেই’

গত ২৭শে সেপ্টেম্বর ছিল শাকিব খান ও অপু বিশ্বাসের (অপু ইসলাম খান)-এর ছেলে আব্রাম খান জয়ের প্রথম জন্মদিন অনুষ্ঠান। তবে জন্মদিনটা বেশ জাঁকজমকভাবে পালন করা হলেও সবার মুখে একটাই প্রশ্ন ছিল সেদিন। তা হলো সকলে জন্মদিনে অংশ নিলেও জয়ের বাবা শাকিব কেন এ অনুষ্ঠানে উপস্থিত নেই। এদিকে অপু বিশ্বাস জানান, শাকিব দুপুরে মসজিদে মিলাদ দিয়েছেন, বিকালে বাসায় জয়কে সময় দিয়েছেন। এখন হয়তো ক্লান্ত তাই আসেননি। গুলশানের একটি হোটেলে অনুষ্ঠিত ছেলের প্রথম জন্মদিন অনুষ্ঠানে অনুপস্থিত কেন শাকিব? এই প্রশ্নের জবাবে ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান গতকাল বলেন, আমার ছেলের জন্মদিন অনুষ্ঠানের কার্ডে আমার ছবি কোথায়? অপু সন্তানের সঙ্গে নিজের ছবি দিয়েছে কিন্তু আমার ছবি নেই। আমি কি বাবা না জয়ের? জন্মদিনের অনুষ্ঠানটা যেন ভালোভাবে করতে পারে এজন্য আমি তো একমাস আগেই ৫ লাখ টাকা দিয়েছি অপুকে। অথচ আমার টাকায় জন্মদিনের অনুষ্ঠান হলো, আর কার্ডে আমার ছবি নেই। এত বড় অপমানের পর আমি আসি কিভাবে এই অনুষ্ঠানে? শাকিব খান আরো বলেন, আমি এ বিষয়টিতে অনেক কষ্ট পেয়েছি। আমি এটা অপুর কাছ থেকে আশা করিনি। আমি বিদেশ থেকে ছেলের জন্য কসমেটিকস, ড্রেস ও সোনার চেইন এনেছিলাম। সবই তো দিয়েছি। এতকিছুর পরও আমাকে কেন সকলের নিকট ছোট করা হচ্ছে? কার্ডে আমার ছবি নেই, এটা আমি মানতেই পারছি না। এদিকে, গত বুধবার ছেলের জন্মদিন উপলক্ষে গরিব ও অসহায় ব্যক্তিদের জন্য গুলশানের একটি মসজিদে মধ্যাহ্নভোজের আয়োজন করেছিলেন শাকিব খান। তারকা দম্পতি শাকিব ও অপুর একমাত্র সন্তান আব্রাম খান জয়ের প্রথম জন্মদিনে জমকালো পার্টির আয়োজন করেন শাকিবপত্নী ও জয়ের মা অপু বিশ্বাস। অনুষ্ঠানে রাত ৮টার পর একে একে উপস্থিত হন চিত্রনায়ক রিয়াজ, তার স্ত্রী তিনা ও কন্যা, বাপ্পী, পূর্ণিমা, শাবনূর, ডিএ তায়েব, কণ্ঠশিল্পী মমতাজ, ফ্যাশন বিশেষজ্ঞ কানিজ আলমাস খান, চিত্রপরিচালক বুলবুল বিশ্বাস প্রমুখ। শাকিব খান ও অপু বিশ্বাস একসঙ্গে অনেক জনপ্রিয় ছবি দর্শকদের উপহার দিয়েছেন। সবশেষ শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ‘রাজনীতি’ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেকের মতে, শাকিব খান ও অপু বিশ্বাসের দূরত্ব নানা কারণে বেড়েই চলেছে। আর এভাবে চলতে থাকলে তাদের সংসার  করা হয়তো কঠিন হয়ে পড়বে। প্রসঙ্গত, বড় পর্দার জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস ২০০৮ সালে বিয়ে করেন। গত বছর ২৭শে সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জয়ের জন্ম হয়। এই সবকিছুই গোপন ছিল। এরপর গত ১০ই এপ্রিল বিকালে ছেলেকে সঙ্গে নিয়ে টিভির একটি লাইভ অনুষ্ঠানে এসে অপু বিশ্বাস প্রকাশ করেন শাকিব খান তার স্বামী, তাদের বিয়ে হয়েছে। আর তাদের একমাত্র সন্তান আব্রাম খান জয়।মানবজমিন

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।