ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ শাখার আমির নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী ড: শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় মসজলিসে শূরার সদস্য আবদুস সবুর ফকিরসহ জামায়াতে ইসলামীর ৮ জন নেতাকে আটক করা হয়েছে। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পাঠানো এক বার্তায় আজ এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে জানানো হয়, ২৯ সেপ্টেম্বর ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুলসহ জামায়াতের নেতৃবৃন্দ সাংগঠনিক বিষয় আলাপ-আলোচনা করার জন্য একত্রিত হলে পুলিশ তাদের অন্যায়ভাবে গ্রেফতার করে।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ।
নাশকতার পরিকল্পনায় জড়িত ছিল দাবি করে তিনি বলেন, কদমতলী এলাকার বিক্রমপুর হাউজিং এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরো বলেন, কিছুক্ষণের মধ্যেই এ বিষয়ে ব্রিফ করে বিস্তারিত জানানো হবে।
Check Also
সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত
মামুন হোসেন নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার ( …