নাটোরে মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি:নাটোরে জাতীয়তাবাদী মহিলা দলের এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নাটোর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এই কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা দলের কেন্দ্রীয় সভানেত্রী আফরোজা আব্বাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, সাধারণ সম্পাদক মোঃ আমিনুল হক, সাংগঠনিক সম্পাদক কাজী শাহ্ আলম, কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান, সহ-সভাপতি জেবা খান ও নির্বাহী সদস্য ফিরোজা বলুবুল কলি। নাটোর জেলা মহিলা দলের আহবায়ক সুফিয়া হকের সভাপতিত্বে আফরোজা আব্বাস প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশের অর্ধেকই নারী সমাজ আর এই অর্ধেক জনগোষ্ঠিকে বাদ রেখে দেশ কখনো এগিয়ে যেতে পারেনা। তাই দেশ ও গণতন্ত্র রক্ষায় তৃর্ণমূল পর্যায়ের জাতীয়তাবাদী মহিলা দলের সকল কর্মী সমর্থকদেরও সচেতন ভাবে এগিয়ে আসতে হবে।

মোঃ রিয়াজুল ইসলাম
নাটোর সংবদদাতা
মোবাঃ ০১৭১৩-৭৭৫৯৮০
তাং-৩০.০৯.১৭

Check Also

সাতক্ষীরায় উগ্রবাদী সাদপন্থীদের বিরুদ্ধে তৌহিদি জনতার মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি ; উগ্রবাদী সন্ত্রাসী সাদপন্থীদের কর্মকান্ডের প্রতিবাদে সাতক্ষীরায় প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে মানববন্ধন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।