মহানগর জামায়াতের ৮ শীর্ষ নেতাকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ

ঢাকা: জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, নায়েবে আমির মঞ্জুরুল ইসলাম ভুইয়া ও সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদসহ ৮ নেতাকে গ্রেফতারের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর শাখার জামায়াত-শিবির নেতাকর্মীরা।
শনিবার সকালে রাজধানীর মিরপুর-১০ নং গোলচত্বর এলাকায় তারা এ বিক্ষোভ করে।
বিক্ষোভে বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি লস্কর মো. তসলিম বলেন, সরকার দেশকে একদলীয় বাকশালী রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রের অংশ হিসেবেই কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য নূরুল ইসলাম বুলবুল সহ ৮ নেতাকে গ্রেফতার করেছে। তারা নিজেদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করতেই বিরোধী দলগুলোর ওপর জুলুম-নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে। কিন্তু ইতিহাস সাক্ষী জুলুম-নির্যাতন চালিয়ে অতীতে কোন স্বৈরাচারি ও ফ্যাসিবাদী শক্তির শেষ রক্ষা হয়নি, আর আওয়ামী লীগেরও হবে না। তিনি নূরুল ইসলাম বুলবুলসহ আটককৃতদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
বিক্ষোভে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি মো. মাহফুজুর রহমান, জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন, আব্দুল্লাহ জোবায়ের, মাওলানা মুহিব্বুল্লাহ, আব্দুল্লাহ মু’য়াজ, নাসির উদ্দীন, আশরাফুল আলম, আলাউদ্দীন, আব্দুস সাকী, আবুল হাসান,  আব্দুল মতিন খান, সাইফুল কাদের, আবু হানিফ, আবুল ফারিশ,  টুটুল, শাহ আলম তুহিন, আব্দুল হান্নান, আব্দুল আউয়াল আযম, আবু রাইয়ান,  ছাত্রশিবির ঢাকা মহানগর উত্তরের সভাপতি আহমদ জামিল ও পশ্চিমের সেক্রেটারি আব্দুল আলীম প্রমুখ।

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।