ষড়যন্ত্রের কালো মেঘ কেটে গেছে: কাদের

ঢাকা: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে ষড়যন্ত্রের কালো মেঘ কেটে গেছে। এই স্প্যান বসানোর মধ্য দিয়ে আকাশ পরিস্কার হলো। শনিবার পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ৩৭ ও ৩৮ নম্বর খুঁটির ওপর প্রথম স্প্যানটি বসানো হয়। এ সময় সেখানে ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা বলেন।
মন্ত্রী বলেন, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পে সব মিলিয়ে ৪৭ দশমিক ৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।
সেতু বিভাগ সূত্র জানায়, মূল সেতুর ৪৯ শতাংশ, নদী শাসনের ৩৪ শতাংশ, মাওয়া অ্যাপ্রোচ রোডের শতভাগ, জাজিরা অ্যাপ্রোচ রোডের ৯৮ শতাংশ ও সার্ভিস এরিয়ার শতভাগ কাজ সম্পন্ন হয়েছে।

Check Also

ঢাকা প্রসঙ্গে বদলাতে পারে ভারতের পররাষ্ট্রনীতি

পাঁচ দশকের বিরতির পর গত মাসে বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামে একটি পাকিস্তানি পণ্যবাহী জাহাজ ডক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।