সরকার কুটনৈতিকভাবে এতিম: খন্দকার মোশাররফ

ঢাকা: বতর্মান সরকার জনগণের কাছে যেমন এতিম কূটনৈতিকভাবে বিশ্বের কাছেও তেমনি এতিম বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
শনিবার দুপুরে প্রেস ক্লাবে হান্নাশাহর মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
খন্দকার মোশাররফ বলেন, সরকার যদি জোরালো ভাবে কূটনৈতিক তৎপরতা চালাতে পারতো তাহলে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালাতে পারতো না। আমরা আশা করবো জাতিসংঘ এমন ব্যবস্থা নিবে যাতে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফেরত নিতে বাধ্য হয়।
মিয়ানমারের সঙ্গে সকল দেশের ব্যবসা বাণিজ্য বন্ধেরও আহবান জানান তিনি।
তিনি আরো বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক নিয়ে বিএনপি আশাহত। সরকার দেশের প্রধান তিন স্তম্ভকে ধ্বংস করেছে। পার্লামেন্টকে বিচার বিভাগরে সামনে দাঁড় করিয়েছে।

Check Also

ট্রাইব্যুনালে আ.লীগ নেতাদের বিচার দেখতে এসে যা বললেন সাঈদী পুত্র

জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ জনকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।