মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তিন জেলে নিহত

রাজশাহীর বাগমারায় বজ্রপাতে আহত হয়ে বিলের পানিতে পড়ে নিহত হয়েছেন তিন জেলে।
একই ঘটনায় আরও নয় জেলে আহত হয়েছেন। স্থানীয়ভাবে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
রোববার বেলা ১১টার দিকে উপজেলার বড়বিহানালী ইউনিয়নের বিলসুতি বিলে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বড়বিহানালী গ্রামের বশির উদ্দিনের ছেলে আবুল হোসেন (৫০), আব্দুল খালেকের ছেলে খুরশেদ আলম (৩৮) ও সেকেন্দার আলীর ছেলে জালাল উদ্দিন (৪০)।
বড়বিহানালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন আলী সরদার তাদের পরিচয় নিশ্চিত করেছেন।
ইয়াসিন আলী জানান, বাগমারার বড়কয়া এলাকায় বিলসুতি বিলে দুটি নৌকায় করে জেলেরা মাছ ধরছিলেন। একটি নৌকায় ছিলেন ৮ জন এবং অপরটিতে ছিলেন ৪ জন।
বেলা ১১টার দিকে হঠাৎ বজ্রপাতে এক নৌকার ৪ জন জেলের সবাই পানিতে পড়ে যান। এদের একজন সাঁতরে পাড়ে উঠতে পারলেও ৩ জন ডুবে যান। দুপুর ২টার দিকে বিল থেকে স্থানীয়রা তাদের লাশ উদ্ধার করেন।
ইয়াসিন আলী জানান, অপর নৌকার ৯ জেলের কেউ কেউ বজ্রপাতের বিকট শব্দে অচেতন হয়ে পড়েছিলেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। তারা এখন ভালো আছেন।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বলেন, তিন জেলেই মারা গেছেন। লাশগুলো উদ্ধার করা হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজের মর্গে লাশগুলোর ময়নাতদন্ত  হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Check Also

৩০ জুলাই পর্যন্ত অনেক দল সিদ্ধান্ত নিতে পারেনি, সংগ্রামে যুক্ত হবে কি না: সারজিস আলম

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।