South African bowler Andile Phehlukwayo (R) celebrates the dismissal of Bangladesh batsman Tamim Iqbal (L) during the third day of the first Test cricket match between South Africa and Bangladesh in Potchefstroom on September 30, 2017. / AFP PHOTO / GIANLUIGI GUERCIA

৪২৪ রানের টার্গেট পেল বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে জয়ের জন্য ৪২৪ রানের টার্গেট পেয়েছে বাংলাদেশ। স্বাগতিকরা তাদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ৬ উইকেটে ২৪৭ রান করে।

ব্যাটিংয়ে দ্যূতি ছড়ানোর পর বল হাতেও আলো ছড়ান মুমিনুল হক। তিনি ৩টি উইকেট লাভ করেন। এছাড়া ২টি মোস্তাফিজ এবং ১টি লাভ করেন শফিউল ইসলাম।

বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে দক্ষিণ আফ্রিকা ১৭৬ রানে এগিয়ে ছিল। এতে বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ায় ৪২৪ রানের।

এর আগে টস হেরে আগে ব্যাট করে ৪৯৬ রানে প্রথম ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। জবাবে বাংলাদেশ ৩২০ রানে অলআউট হয়।

Check Also

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।