কঠোর নজরদারির আওতায় আসছেন খাদ্যশস্য ব্যবসায়ীরা

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম জানিয়েছেন, খাদ্যশস্য আমদানিকারক, পাইকারি ও মিলমালিকদের আগামী ৩০ অক্টোবরের মধ্যে লাইসেন্স নিতে হবে।

সোমবার দুপুরে সচিবালয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

খাদ্যমন্ত্রী বলেন, খাদ্য অধিদফতর থেকে আগামী  ৩০ অক্টোবরের মধ্যে লাইসেন্স নিতে হবে সব ব্যবসায়ীকে। শুধু তাই নয়, তাদের প্রতি ১৫ দিন পর পর খাদ্যশস্যের মজুদ ও আমদানির ব্যাপারে প্রতিবেদন দিতে হবে। এটি না করলে তাদের জেল ও জরিমানা করা হবে।

সম্প্রতি চালের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় চাল ব্যবসায় তদারকি জোরদার করেছে সরকার।

Check Also

৩০ জুলাই পর্যন্ত অনেক দল সিদ্ধান্ত নিতে পারেনি, সংগ্রামে যুক্ত হবে কি না: সারজিস আলম

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।