চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের হার্টে ব্লক পাওয়া গেছে। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার করোনারি স্ট্যান্টিং করা হয়। এর আগে ডিপজলের হার্টের এনজিওগ্রাম করা হয়। তিনি এখন ভালো আছেন। তাকে আগামী দেড় মাস চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে। তবে আপাতত হাসপাতাল থেকে তিন সপ্তাহের বিশ্রাম পাচ্ছেন তিনি। আজ সকালে তার মেয়ে অলিজা মনোয়ারের বরাত দিয়ে ডিপজলের ঘনিষ্ঠজন ও চলচ্চিত্র পরিচালক মনতাজুর রহমান আকবর মানবজমিনকে এই তথ্য জানান। তিনি বলেন, চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল হাসপাতাল থেকে আপাতত ছাড়পত্র পেয়েছেন। এজন্য সিঙ্গাপুরে একটি বাসা ভাড়া নিয়েছেন তার মেয়ে অলিজা। হাসপাতাল থেকে তিন সপ্তাহের ছাড়পত্রের জন্য তাকে সেই বাসায় নেয়া হচ্ছে। এরপর আবার তাকে ডাক্তার দেখাতে হবে। তিনি আগের চেয়ে ভালো আছেন। উল্লেখ্য, চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ডিপজল প্রযোজনাও করছেন। নেতিবাচক ও ইতিবাচক দুই ধরনের চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের কাছে জনপ্রিয় হয়েছেন। আগামী ২০শে অক্টোবর মুক্তি পাচ্ছে ডিপজল অভিনীত ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবিটি। এ ছবিতে অভিনয় করেছেন মৌসুমী, বাপ্পি ও মিম। এ ছাড়া ছটকু আহমেদ পরিচালিত ‘এক কোটি টাকা’ নামে একটি ছবির বেশির ভাগ কাজ তিনি শেষ করেছেন।
Check Also
অন্তর্বর্তী সরকারকে ডি-স্ট্যাবিলাইজ করার ষড়যন্ত্র হচ্ছে: ফারুকী
নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী নানান ইস্যুতে প্রতিবাদের সুরে কথা বলেন। বৈষম্যবিরোধী আন্দোলনের শুরু থেকেই ছাত্র-জনতাকে …