ঢাকা: আওয়ামী লীগ সরকার আর বেশি দিন টিকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
গয়েশ্বর বলেন, বর্তমান সরকারের মতো এত দুর্বল সরকার আর কখনো বাংলাদেশে হয়নি। এই দুর্বল সরকার আর বেশি দিন টিকবে না।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বেশি চালাকি করতে গিয়ে দেশকে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। রোহিঙ্গাদের ফেরত পাঠানো আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে না পারলে রোহিঙ্গারা আমাদের জন্য স্থায়ী সমস্যা হয়ে দাঁড়াবে।
তিনি আরও বলেন, নির্বাচনে দেশি-বিদেশি পর্যবেক্ষক নিযুক্ত করতে হবে। নির্বাচন করতে হলে জনগণকে সঙ্গে নিয়েই করতে হবে। জনগণকে বাদ দিয়ে আর নির্বাচন করা যাবে না। জনগণকে আর দমিয়ে রাখা যাবে না।
Check Also
যশোরে মধুমেলার জায়গা বরাদ্দ নিয়ে বিএনপির দুগ্রুপের হাতাহাতি
যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত’র ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী ‘মধুমেলা’র জায়গা ও ইভেন্ট বরাদ্দের উন্মুক্ত …