ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত

ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরিফুর রহমান (২০) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরেক পথচারী আহত হয়েছেন। রোববার রাত ৮টার দিকে ভৈরব পাওয়ার হাউজ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত পুলিশ কনস্টেবল আরিফুর রহমান ময়মনসিংহ নগরীর খাগডহর এলাকার মৃত ফজলুল করিমের ছেলে। তিনি কিশোরগঞ্জ জেলা পুলিশে এসএএফ সদস্য হিসেবে কর্মরত ছিলেন। মাত্র সাত মাস আগে তিনি পুলিশের চাকুরিতে যোগদান করেন বলে জেলা পুলিশের একটি সূত্র জানিয়েছে। পুলিশ জানায়, রোববার রাত ৮টার দিকে ভৈরবের পাওয়ার হাউজ এলাকায় এক পথচারী ছিনতাইকারীর কবলে পড়েন। খবর পেয়ে পুলিশ কনস্টেবল আরিফুর রহমান ঘটনাস্থলে গিয়ে ছিনতাইয়ে বাধা দিলে ছিনতাই চক্রেও লোকজন আরিফকে উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর আহত করে পালিয়ে যায়। সেখান থেকে মুমূর্ষু অবস্থায় আরিফুর রহমানকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Check Also

গণসংযোগ পক্ষ কর্মসূচি নিয়ে তৎপর সাতক্ষীরা জামায়াত

আবু সাইদ বিশ্বাস, ক্রাইমবাতা রিপোট, সাতক্ষীরা:  ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী ফ্যাসিবাদমুক্ত দেশে সাংগঠনিক কার্যক্রম জোরদার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।