লজ্জিত মুশফিক ক্ষমা চাইলেন দেশবাসীর কাছে

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পচেফস্ট্রুম টেস্টে শোচনীয় হারে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন টাইগারদের অধিনায়ক মুশফিকুর রহিম। এই পরাজয়ে লজ্জিত তিনি।

সেনওয়েস পার্কে সোমবার প্রথম টেস্টের পঞ্চম ও শেষ দিন বাংলাদেশ মাঠে টেকে মাত্র ১৭.১ ওভার।

৯০ রানে অলআউট হয়ে প্রোটিয়াদের কাছে ৩৩৩ রানে হেরেছে টাইগাররা। প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ ১০০ রানের নিচে অলআউট হয়।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দ্বিতীয় ইনিংসে দলের ব্যাটিংয়ে অধিনায়ক মুশফিক ভীষণ হতাশা প্রকাশ করেন।

অধিনায়ক বলেন, আমাদের ব্যাটিংয়ের ব্যাখ্যার কথা যদি বলেন, অবশ্য হতাশাজনক। সত্যি বলতে কী, অধিনায়ক হিসেবে আমি নিজেই ভুলে গেছি বাংলাদেশ শেষ কবে এমন ব্যাটিং করেছে। ১০০ রানের নিচে শেষ কবে অলআউট হয়েছি নিজেও মনে করতে পারছি না। খুবই খারাপ লাগছে।

খেলায় জয়-পরাজয় আছে। কিন্তু এমন অসহায় আত্মসমর্পণ মেনে নিতে পারছেন না তিনি। মুশফিক বলেন, হারারও অনেক ধরন আছে। অবশ্যই ম্যাচ বাঁচানো খুব কঠিন হতো। কিন্তু অন্তত দুটো সেশন খেলার মতো তো সামর্থ্য আমাদের আছে। আমি খুব হতাশ, খুবই খারাপ লাগছে। এভাবে হারতে হবে কখনও ভাবিনি। এই হারের জন্য আমি জাতির কাছে ক্ষমা চাইছি।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৭ সালে শ্রীলংকার বিপক্ষে ১০০ রানের নিচে অলআউট হয়েছিল বাংলাদেশ।

Check Also

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।