প্রধান বিচারপতি এস কে সিনহাকে চাপের মুখে ছুটি নিতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন সুপ্রিম কোট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন। সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে সমিতির বৈঠক শেষে কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন। এর আগে বিএনপি পন্থী আইনজীবীরা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রধান বিচারপতি এস কে সিনহার পক্ষে মিছিল করেন। উল্লেখ্য, সুপ্রিম কোটের অবকাশ শুরুর পর বিদেশ সফর করে আসেন বিচারপতি সিনহা। এক মাসের বেশি সময়কার লম্বা অবকাশ শেষে সুপ্রিম কোর্ট খোলার ঠিক আগের দিন গতকাল নাটকীয়ভাবে আবার ছুটিতে যাবার সিদ্ধান্ত নেন। এরপর গতকাল প্রধান বিচারপতি এক মাসের ছুটিতে যান। ছুটির ক্ষেত্রে অসুস্থতার কথা বলা হয়েছে। কিন্তু সুপ্রিম কোর্ট খোলার ঠিক আগের দিন ‘নজিরবিহীনভাবে’ প্রধান বিচারপতি কেন দীর্ঘ ছুটিতে গেলেন তা নিয়ে নানা আলোচনা চলছে। কারণ পাকিস্তান ও বাংলাদেশ কোনো আমলেই আদালত খোলার প্রাক্কালে প্রধান বিচারপতির ছুটিতে যাওয়ার ঘটনা ঘটেনি। তবে আইনজীবী সমিতির নেতারা জোর করে ছুটিতে যেতে বাধ্য করা হয়েছে দাবি করলেও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের জানিয়েছেন, কোনো চাপে নয়, ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছেন প্রধান বিচারপতি।
Check Also
৩০ জুলাই পর্যন্ত অনেক দল সিদ্ধান্ত নিতে পারেনি, সংগ্রামে যুক্ত হবে কি না: সারজিস আলম
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, …