সাতক্ষীরায় ৭ রোহিঙ্গা আটক

সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে সাতজন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার সকালে কলারোয়া উপজেলার হিজলদী সীমান্ত থেকে তাদের আটক করা হয়। আটক রোহিঙ্গারা অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিল বলে জানিয়েছে বিজিবি।

আটকরা হলেন- মো. পারভেজ মিয়া (২০), সাইফুল ইসলাম (২৭), মোছা. শুকতারা বিবি (১৯), সেলিম আহমেদ (২৮), আসমা খাতুন (২৩), জাকির হোসেন (২) ও মরিয়ম (৮ মাস)। তাদের সবার বাড়ি মিয়ানমারের মংডু জেলার বড়সিকদারপাড়া ও ধৌনসিলপাড়া গ্রামে।

বিজিবির কলারোয়া হিজলদী বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার ওমর ফারুখ জানান, হিজলদী বাজারে সাত রোহিঙ্গা ঘুরাঘুরি করার সময় টহলরত বিজিবি সদস্যরা তাদের নাম পরিচয় জিজ্ঞাসা করলে তারা মিয়ানমারের নাগরিক বলে জানায়। তারা কাজের সন্ধানে অবৈধ পথে সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় বিজিবি সদস্যরা তাদের আটক করে।

কলারোয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ  বলেন, আটকদের বিজিবির দায়িত্বে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে পাঠানো হবে।

Check Also

সাতক্ষীরায় লটারীতে টিকে থাকা ৭১ শিক্ষার্থীকে ভর্তির সুযোগের দাবিতে অভিভাবকদের সংবাদ সম্মেলন  

সাতক্ষীরা প্রতিনিধি ভর্তির লটারীতে টিকে থাকার পরও শুধুমাত্র বয়সের অজুহাতে সাতক্ষীরা সরকারি বালক ও বালিকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।