গনভোটে বাধা দেয়া এবং কাতালানদের স্বাধীনতা দাবিতে অনুশিলন বন্ধের পাশাপাশি লা লিগা থেকে বেরিয়া যাবার হুমকি দিয়েছে বার্সেলোনা। সোমবার বোর্ড সভার পর ক্লাব সভাপতি বার্তোমেউ জানান, বার্সেলোনার ভবিষ্যৎ নিয়ে আলোচনার সময় এসেছে। কাতালুনিয়া স্বাধীনতা পেলে লা লিগা থেকে বার্সেলোনার বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে বলে জানান তিনি।
‘স্বাধীনতা পেলে ক্লাব ও এর সদস্যদের ঠিক করতে হবে কোন লীগে আমরা খেলব।’ ‘ভবিষ্যতে কি হতে পারে বিবেচনা করে বোর্ড পরিচালকদের আলোচনা করতে হবে। এটা ঠান্ডা মাথায় বিশ্লেষণ করতে হবে। এ বিষয় নিয়ে আমরা যদি ভালোভাবে আলোচনা করি তবে অবশ্যই আমরা সবচেয়ে ভালো সমাধান পাবো। যদি এটা (কাতালুনিয়ার স্বাধীনতা) ঘটে, বোর্ড পরিচালকরা দেখবে কি হয়।’
কাতালান ক্রীড়া মন্ত্রী জেরাল্ড ফিগেরাস গত সপ্তাহে জানিয়েছিলেন, স্পেন থেকে কাতালুনিয়া আলাদা হয়ে গেলে বার্সেলোনা অন্য কোনো দেশের লিগে খেলতে পারে। লা লিগার এই মৌসুমে কাতালুনিয়া থেকে বার্সেলোনা ছাড়াও খেলছে এস্পানিওল ও জিরোনা। লা লিগায় দ্বিতীয় সর্বোচ্চ ২৪ বার চ্যাম্পিয়ন হয়েছে বার্সেলোনা।
Check Also
‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’
টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …