ফেসবুক লাইভে ডিভোর্সের কথা স্বীকার করলেন এভ্রিল

বিয়ে ও ডিভোর্সের কথা স্বীকার করেছেন সদ্য নির্বাচিত ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জান্নাতুল নাঈম এভ্রিল।

মঙ্গলবার ফেসবুক লাইভে এসে এ ডিভোর্সের কথা স্বীকার করেন তিনি। ভিডিও লাইভে এসেই এভ্রিল জানান, ‘পৃথিবীর সব মানুষের কাছে সম্মান রেখে’ তিনি কিছু কথা বলতে চান।

কেন তিনি বিয়ে করেও গোপন রেখেছিলেন। কী উদ্দেশ্য ছিল তার? তিন মিনিটের ওই ভিডিওতে সব প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি।

এভ্রিল বলেন, ‘আমি ছোটবেলা থেকে কোনো বাধাবিপত্তিতে মাথা নত করিনি।…একটা ১৬ বছরের মেয়েকে তার বাবা জোর করে বিয়ে দিচ্ছে, সেই মেয়ে বিয়ের আসর থেকে পালিয়ে এসেছে। সেই মেয়ে এখন সাকসেসফুল। সে তার সমাজের কোনো কথা শোনেনি। আশপাশের কারো কথা কানে নেয়নি। তার একটাই উদ্দেশ্য ছিল, যেখানে ২০ কোটি মানুষের বাংলাদেশে বাল্যবিয়ে একটি দৈনদিন্দন ঘটনা, সেখানে বাল্যবিয়ে আমি মানতে পারিনি।’

এভ্রিল আরও বলেন, ‘১৬ বছরে বিয়ে দিলেই কোনো মেয়ের বিয়েটা হয় না। সেটা বাল্যবিয়ে হিসেবে গণ্য। আমি চেয়েছিলাম সেসবের অ্যাগেইনেস্টে কাজ করতে।’

কান্নাজড়িত কণ্ঠে এভ্রিল আরও বলেন, ‘আমি ডিভোর্সি, ফাইন, আমি একটা মেয়ে। এজ এ হিউম্যান আমার রাইট আছে, একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে গিয়ে নিজেকে প্রেজেন্ট করার। কই আমি তো নিজের জন্য কিছু চাইনি! আমি চেয়েছিলাম আপনাদের দেশের মেয়েগুলোকে জাস্ট দেখিয়ে দিতে যে, একটা মেয়ে চাইলে কী কী পারে।’

উল্লেখ্য, সদ্য মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নির্বাচিত জান্নাতুল নাঈম এভ্রিল। এরপর থেকেই তার নির্বাচন নিয়ে আলোচনার হাওয়া ওঠে। বিয়ে ও ডিভোর্সের কথা গোপন করে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন খবরটি ফাঁস হওয়ার পর থেকেই তাকে নিয়ে সমালোচনার ঝড় ওঠে। যা চলছে এখনও।

Check Also

অন্তর্বর্তী সরকারকে ডি-স্ট্যাবিলাইজ করার ষড়যন্ত্র হচ্ছে: ফারুকী

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী নানান ইস্যুতে প্রতিবাদের সুরে কথা বলেন। বৈষম্যবিরোধী আন্দোলনের শুরু থেকেই ছাত্র-জনতাকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।