সংলাপের পরামর্শ অরুণ জেটলির

:বাণিজ্য বাধা দূর করতে বাংলাদেশ ও ভারতের মধ্যে সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ দিলেন ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি।

তিনি বলেন, দেশের অগ্রগতির জন্য দক্ষতা বাড়ানো ও অবকাঠামো উন্নয়ন করতে হবে। অবকাঠামোর উন্নয়ন হলে সেটার প্রভাব সরাসরি জাতীয় অর্থনীতিতে পড়ে।

রাজধানীর প্যান প্যসিফিক সোনারগাঁ হোটেলে অনুষ্ঠিত ‘বাংলাদেশ- ইন্ডিয়া বিজনেস মিটিংয়ে তিনি এ কথা বলেন।

এ সময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, ফেডারেশন অব ইন্ডিয়া চেম্বার্স অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির ( এফআইসিসি) প্রেসিডেন্ট পঙ্কজ প্যাটেল এবং এফবিসিসিআইয়ের পরিচালক এ.কে.এম. শোহিদ রেজা বক্তব্য রাখেন।

banijjo

অরুণ জেটলি বলেন, বাংলাদেশ ও ভারত শিক্ষা, যোগাযোগ ও বিদ্যুত খাতে যৌথভাবে কাজ করতে পারে। বাংলাদেশ কর্তৃক নতুন অর্থনৈতিক জোন তৈরি করাকে তিনি সাধুবাদ জানান।

Check Also

প্রত্যেকটা অফিসের কেরানি পর্যন্ত ফ্যাসিবাদের দোসর : আসিফ মাহমুদ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।