ফেন্সিডিলসহ বিজিবির হাতে দুই পুলিশ সদস্য আটক

রাজশাহীতে পুলিশের দুই কন্সটেবলকে ফেন্সিডিলসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার সকালে জেলার পবা উপজেলার সোনাইকান্দি এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে পবা থানায় মামলা করা হয়েছে।

আটক দুই পুলিশ সদস্য হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চক ঘোড়াপাখিয়া গ্রামের কাইয়ুম আলীর ছেলে নাজিম উদ্দিন (২৪) এবং একই উপজেলার তেলকুপি গ্রামের মৃত ফজলার রহমানের ছেলে জিয়াউর রহমান (২৫)। তারা রাজশাহী জেলা পুলিশ লাইনে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

মামলার এজাহারের বরাত দিয়ে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চক্রবর্তী বলেন, সকালে নাজিম ও জিয়াউর সোনাইকান্দি এলাকা থেকে ১৫ বোতল ফেন্সিডিল নিয়ে শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিজিবির সোনাইকান্দি সীমান্ত ফাঁড়ির একদল বিজিবি সদস্য তাদের ফেন্সিডিলসহ আটক করে। পরে দুপুরে তাদের থানায় হস্তান্তর করে মামলা করা হয়। এরপর বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ওসি বলেন, আটক দুজন পুলিশ সদস্য- এ কথা মামলার এজাহারে লেখা নেই। তবে আটকদের জিজ্ঞাসাবাদ করে তারা এ বিষয়টি জানতে পেরেছেন। তারা জেলা পুলিশ লাইনে কর্মরত বলে পুলিশকে জানিয়েছে। এ বিষয়টি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে বলেও জানান ওসি পরিমল চক্রবর্তী।

Check Also

৩০ জুলাই পর্যন্ত অনেক দল সিদ্ধান্ত নিতে পারেনি, সংগ্রামে যুক্ত হবে কি না: সারজিস আলম

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।