‘অসুস্থ হয়েও বির্তক সৃষ্টি করেছেন প্রধান বিচারপতি’

অসুস্থ হয়েও প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বির্তক সৃষ্টি করেছেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলীয় জোটের বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, প্রধান বিচারপতি পদটি অত্যন্ত গৌরাবান্বিত ও সম্মানজনক পদ। কিন্তু দুঃখজনক হলেও সত্য সুরেন্দ্র কুমার সিনহা এ পদে এসে পদটিকে বারবার বির্তকিত করার চেষ্টা করছেন। এখন অসুস্থ হয়েও বিতর্ক সৃষ্টি করেছেন।

নাসিম বলেন, তিনি (প্রধান বিচারপতি) একবার গ্রিক মূর্তি স্থাপন করে বিতর্কিত করা চেষ্টা করেছেন। এছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে কথা বলে বিতর্ক সৃষ্টি করেছেন। এরপর ষোড়শ সংশোধনী রায় বাতিল করে এবং পর্যবেক্ষণ দিয়ে গোটা জাতিকে বিক্ষুব্ধ করেছেন।

Check Also

আ.লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ

বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে রাজধানীতে। শুক্রবার (১৮ এপ্রিল) বিকালে রাজধানীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।