সমকামীদের মৃত্যুদণ্ড দেয়ার পক্ষে ভোট দিয়েছে ভারত। ভারত ছাড়াও সমকামীদের বিপক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশ, চীন, বুরুন্ডি, মিসর, ইথিওপিয়া, ইরাক, কাতার, সৌদি আরব এবং ডোনাল্ড ট্রাম্পের উদার দেশ মার্কিন যুক্তরাষ্ট্র।
আগে থেকেই সমকামীদের মৃত্যুদণ্ড দেয়ার আইন রয়েছে পৃথিবীর বেশ কিছু দেশে। তবে মানবাধিকার সংগঠনগুলো দাবি করে আসছে, সমকামিতা কোনো অপরাধ নয়। সমকামিতার কারণে কারও যেন প্রাণ কেড়ে নেয়া না হয়, সেই দাবি তারা দীর্ঘদিন ধরে জানিয়ে আসছিলেন।
জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে প্রস্তাব আনা হয়েছিল সমকামীদের শাস্তি মৃত্যুদণ্ড তুলে দেয়ার ব্যাপারে। ৪৭ জন সদস্যের মধ্যে ২৭ জন সদস্য মৃত্যুদণ্ড তুলে দেয়ার পক্ষে ভোট দিয়েছে।
তবে বিপক্ষে ভোট দিয়েছে ১৩ জন সদস্য। সেই ১৩ জনের মধ্যে রয়েছে ‘গণতন্ত্রের দেশ’ ভারত এবং যুক্তরাষ্ট্র। তবে মৃত্যুদণ্ড তুলে দেয়ার পক্ষে সংখ্যাগরিষ্ঠ সমর্থন পাওয়ায় প্রস্তাবটি পাস হয়ে গেছে।