খাগড়াছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলেসহ ৩ জনের মৃত্যু

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলেসহ ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একই পরিবারের আরও তিনজন।
নিহতরা হলেন –দীঘিনালা উপজেলার বেতছড়ির বিভূতিরঞ্জন পাড়া গ্রামের কালামিলে চাকমা (৫৫), তার ছেলে সত্যজীবন চাকমা (২৬) ও মহালছড়ি উপজেলার জসিম উদ্দীন।
দীঘিনালা থানার শামসুদ্দিন ভূঁইয়া বলেন, শুক্রবার রাত ১১টার দিকে বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছিল। এ সময় বিভূতিরঞ্জন পাড়ায় স্বামী জ্যোতি রঞ্জন চাকমার (৬০) বাড়িতে বিদ্যুতের তার ছিঁড়ে উঠানে পড়ে।
বাড়ির সদস্যরা ছিঁড়ে পড়া তার দেখতে গেলে হতাহত হলে স্থানীয়রা তাদের দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক পার্বণ চাকমা দুইজনকে মৃত ঘোষণা করেন। আর গুরুতর আহত অন্য তিনজনকে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।
আহতরা হলেন – স্বামী জ্যোতি চাকমা, মেয়ে এন্টি চাকমা (১৮) ও মিল্কি চাকমা (১৬)।

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।