প্রশ্নফাঁসের অভিযোগের মধ্যে সিনিয়র স্টাফ নার্সের নিয়োগ পরীক্ষা বাতিল করেছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। শনিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ পরীক্ষা বাতিলের কথা জানানো হয়। এ পরীক্ষার পরবর্তী তারিখ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে পিএসসি’র পক্ষ থেকে বলা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন সিনিয়র স্টাফ নার্স নিয়োগের এমসিকিউ পরীক্ষা গত শুক্রবার অনুষ্ঠিত হয়। পরীক্ষার আগের রাতেই প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠে। এনিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে ব্যাপক সমালোচনা হয়।
Check Also
৩০ জুলাই পর্যন্ত অনেক দল সিদ্ধান্ত নিতে পারেনি, সংগ্রামে যুক্ত হবে কি না: সারজিস আলম
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, …