বেনাপোল প্রতিনিধি :
বেনাপোল চেকপোস্ট কাস্টমসের সদস্যরা শনিবার সকালে ৫ লাখ ৮০ হাজার ৯ শ’ ভারতীয় রূপি ও ২২১ আমেরিকান ডলার সহ ইয়াকুব আলী মিনা (৪০) নামে একজন পাসপোর্ট যাত্রীকে আটক করেছে। সে গোপালগঞ্জ জেলার মুকছেদপুর উপজেলার নওখান্দা গ্রামের রজব আলী মিনার ছেলে। তার পাসপোর্ট নম্বর বিপি 065711।
বেনাপোল চেকপোস্ট কস্টমসের রাজস্ব কর্মকর্তা স্বপন চন্দ্র শীল জানায় , নিয়মিত তল্লাশির সময় ইন্সপেক্টর রহিমা খাতুনের ওই যাত্রীর গতিবিধি দেখে সন্দেহ হয়। পরে তার ব্যাগ তল্লাশী করে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ৫ লাখ ৮০ হাজার ৯ শত ভারতীয় রূপি ও ২২১ ডলার পাওয়া যায়।
বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার নু-চ- গ্রু ৫ লাখ ৮০ হাজার ৯ শত ভারতীয় রূপি ও ২২১ আমেরিকান ডলার আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলায় বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।
প্রেরক,