ভোটারবিহীন নির্বাচন রোহিঙ্গা সংকটকে উস্কে দেবে: আসম রব

ঢাক: জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আসম আব্দুর রব বলেছেন, রোহিঙ্গা সমস্যা নিয়ে আমরা এমনিতেই সংকটে আছি। আগামী সংসদ নির্বাচন ভোটারবিহীন হলে তা এই সংকটকে আরো উসকে দেবে। রোহিঙ্গা ইস্যুর কারণে যথাসময়ের নির্বাচনের অনুষ্ঠানসূচি যেন বন্ধ না হয় সেজন্য এর স্থায়ী সমাধান প্রয়োজন। পাশাপাশি সংকট সমাধানে আঞ্চলিক কূটনীতিও জোরদার করতে হবে।
নির্বচান কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিতে গিয়ে এসব কথা বলেন জেএসডি সভাপতি।
রোববার সকাল ১১টায় নির্বাচন ভবনে সংলাপ শুরু হয়। এতে আসম আব্দুর রবসহ ১৫ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়।  এ সংলাপে নির্বাচনের আগে সংসদ ভেঙে দেয়া, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, ম্যাজিট্রেসি পাওয়ার ও সেনা মোতায়ন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত সহ মোট ১৪টি সুপারিশ করে জেএসডি।

Check Also

সাতক্ষীরা জেলা আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা:সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ নভেম্বর) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।