রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমার যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারের সঙ্গে আলোচনা করে রোহিঙ্গাদের তাদের দেশে ফেরত পাঠাতে মিয়ানমার সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এ মাসেই তিনি মিয়ানমার সফরে যাচ্ছেন বলে রোববার সচিবালয়ে সাংবাদিকদের জানিয়েছেন।

এ দিন জাতীয় চোরাচালান প্রতিরোধ সংক্রান্ত বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কূটনৈতিক তৎপরতার মাধ্যমে রোহিঙ্গাদের তাদের নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হবে। আর এজন্য এ মাসেই মিয়ানমার যাওয়ার প্রস্তুতি নেয়া হয়েছে।

তিনি বলেন, আজকের মধ্যে রোহিঙ্গা নিবন্ধনের সংখ্যা এক লাখ ছাড়িয়ে যাবে। এরই মধ্যে ৮০ হাজার রোহিঙ্গা নিবন্ধনের আওতায় এসেছে। যেসব রোহিঙ্গা নিবন্ধনের আওতায় আসবেন না, তারা সব ধরনের সহায়তা থেকে বঞ্চিত হবেন।

নিরাপত্তার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত বছরের তুলনায় এ বছর অস্ত্র উদ্ধার বেশি হয়েছে। পুলিশি তৎপরতায় এটি হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে সীমান্তের ১৬টি পয়েন্টে স্ক্যানিং মেশিন বসানো হবে।

Check Also

৩০ জুলাই পর্যন্ত অনেক দল সিদ্ধান্ত নিতে পারেনি, সংগ্রামে যুক্ত হবে কি না: সারজিস আলম

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।