জিয়ারুল ইসলামঃ- কুষ্টিয়ার মিরপুরে সরকারী আদেশ অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে ৩ জেলেকে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, উপজেলার তালবাড়িয়ার পদ্মা নদীতে গভীর রাতে মা ইলিশ মাছ শিকার করছিল উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের জালাল মন্ডলের ছেলে শামিম (৩০), মৃত কানুর ছেলে রুবেল (২৫) একই গ্রামের কাদেরের ছেলে নাসির(৪২)। সংবাদ পেয়ে স্থানীয় পুলিশ তাদেরকে মা ইলিশ, প্রায় ৬০ হাজারটা সমমূল্যর কারেন্ট জালসহ তাদের আটক করে ভ্রাম্যমান আদালতে নিলে, ভ্রাম্যমান আদালতের পরিচালক মিরপুর উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদ সরকারী আদেশ অমান্য (১৮৮) ধারা মোতাবেক প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম প্রদান আকটকৃত জালে আগুন দিয়ে ধংস করেন। এসময় উপজেলা মৎস কর্মকর্তা আব্দুল হান্নান, এস আই এমদাদুল হক, এ এস আই শহিদুল ইসলাম প্রমুখ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।