ঢাকা: রোহিঙ্গা সংকট সমাধানের জন্য চীন-ভারত ও রাশিয়ার কাছে যেতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি বদরুদ্দোজা চৌধুরী।
রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এক গোলটেবিল বৈঠকে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে করে বি. চৌধুরী বলেন, চলমান রোহিঙ্গা সংকট সমাধানে রাশিয়াকে ফোন করুন, চীনের সঙ্গে দেখা করুন এবং মোদির কাছে যান। এই তিন দেশ হলো মিয়ানমারের মা। তারাই পারে সমাধান করতে। এই তিন মুরব্বির কাছে যান।
তিনি বলেন, নিরাপত্তা পরিষদের বৈঠকে চীন-রাশিয়া আমাদেরকে কোনো সহযোগিতা করেনি। এটা আমাদের পররাষ্ট্রনীতির ব্যর্থতা।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …