জামায়াতের আমির, নায়েবে অামীর, সেক্রেটারি জেনারেলসহ ৯ কেন্দ্রীয় নেতা গ্রেফতার

ঢাকা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির মকবুল আহমাদ ও সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানসহ দলটির ৯ কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঢাকার উত্তরা থেকে আজ সন্ধ্যার পর এদের গ্রেফতার করা হয়েছে বলে একটি সূত্র শীর্ষনিউজকে নিশ্চিত করেছে। তবে এ বিষয়ে উত্তরা পূর্ব থানার ওসি গণমাধ্যমকে কিছু জানাতে চাননি।FB_IMG_1507568178853

উত্তরা পূর্ব থানা সূত্রে জানা গেছে, উত্তরার ৬ নম্বর সেক্টরের ১১ রোডের ৩ নম্বর বাসায় একটি বৈঠকে বসেছিলেন জামায়াতের শীর্ষ পর্যায়ের এসব নেতারা।
সূত্র আরো জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে দলটির কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, চট্টগ্রাম মহানগর আমির মো. শাজাহান, সেক্রেটারি নজরুল ইসলাম ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির জাফর সাদেকও রয়েছেন।

 

 

 

 

Check Also

তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।