নাটোর প্রতিনিধি:নাটোরে বাস চাপায় বাইসাইকেল চালক ইসমাইল হোসেন (১৪) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। সোমবার সকালে শহরতলীর দত্তপাড়া ব্রীজের কাছে এই দূর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, ইসমাইল হোসেন সকালে বাইসাইকেল চালিয়ে প্রাইভেট পড়তে বাড়ী থেকে বের হয়। পথে নাটোর-বনপাড়া মহাসড়কের দত্তপাড়ায় পৌঁছালে নাটোর থেকে ছেড়ে যাওয়া পাবনাগামী সামির চয়েস নামে একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ইসমাইল হোসেন দত্তপাড়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র এবং সদর উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানিয়েছেন, এ ঘটনায় নাটোর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে তবে বাস বা তার চালক অথবা সহকারীকে আটক করা যায়নি।
Check Also
ড. ইউনূস-মোদি বৈঠক নিয়ে বিএনপির প্রতিক্রিয়া
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠককে বিএনপি ইতিবাচক হিসেবে দেখছে …