শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগর উপজেলার ৭ নং মুন্সিগঞ্জ ইউনিয়নের মিরগান ও বড়ভেটখালী গ্রামের গফুর শেখের ছেলে নুরুজ্জামান শেখ(৩৮), আকবর গাইনের ছেলে জেরে আলী গাইন(৩০), মৃত মোহাম্মাদ আলী মোড়লের ছেলে আনছার আলী মোড়ল(৬২)। সুন্দরবনে কাঁকড়া পাশ নিয়ে কাঁকড়া সংগ্রহে যায়। উক্ত তিন জেলে মাথাভাঙ্গা দায়ের গাং নামক নদী থেকে গত ৪ দিন আগে ডাকাত নূর হোসেন জিম্মি করে বেধরক মারপিট করে। মুক্তিপণ হিসাবে ১ লক্ষ টাকা দাবী করে। উক্ত তিন জেলের মধ্যে আকবর গাইনের ছেলে জেরে আলী গাইন(৩০) কে টাকা নেওয়ার জন্য বাড়ী পাঠায় দুই দিন পর নগদ ৭৭ হাজার টাকা দিয়ে গতকাল মুক্তি পায়। সুত্রে যানা যায় এলাকার কিছু মানুষ ডাকাতির ইনফর্মার হিসাবে কাজ করছে। উক্ত মুক্তিপনের টাকা এলাকার মানুষের কাছ থেকে ধার দেনা করে বিকাশের মাধ্যমে প্রেরণ করে অসহায় জেলেরা মুক্তি পায়। গরীব পরিবরের মধ্যে ঋণ দেনা পরিশোধের আর্থিক কোন সংগতি না থাকায় দিশে হারা ভুক্তভোগী পরিবার। অপহরণের ঘটনা মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের কাছে যানতে চাইলে তিনি যানান কয়েকদিন আগে জেলেদেরকে অপহরণ করা হয়েছে বলে আমি যানতে পারি।
Check Also
সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ডের উদ্যোগে সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামি সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ড (রাজারবাগান ও সরকারপাড়া ইউনিট) এর উদ্যোগে …