সৌদি আরবের বিভিন্ন মসজিদ থেকে কয়েক হাজার ইমামকে চাকরিচ্যুত করেছে দেশটির সরকার। ‘চরমপন্থা’ ছড়ানোর অভিযোগে তাদের চাকরিচ্যুত করা হয়েছে বলে মস্কোতে রাশিয়ার সাংবাদিকদের কাছে সৌদির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের জানিয়েছেন।
এ ব্যাপারে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা কোনো ঘৃণার আদর্শ ছড়ানোর সুযোগ দিতে পারি না এবং সন্ত্রাসবাদে অর্থায়নের সুযোগ দিতে পারি না।’ তিনি আরও বলেন, ‘এই সমস্যায় আমাদের নীতি খুব কঠোর। বিভিন্ন ধর্মীয় বই-পুস্তকের ভুল ব্যাখ্যা রোধ করার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন করছি।’
এছাড়া রাশিয়ার সংবাদ মাধ্যমের বরাতে আরব নিউজ জানায়, সন্ত্রাসবাদে অর্থায়ন এবং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য কাতারকে অভিযুক্ত করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।
Check Also
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করেননি সমাজী
জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ জনকে আন্তর্জাতিক …