বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ও দলের যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলের বিরুদ্ধে করা নাশকতার ১৮ মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।
মামলাগুলো বাতিল চেয়ে করা একটি আবেদনের শুনানি শেষে বুধবার হাইকোর্টের বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এএনএম বশিরউল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ মামলাগুলোর কার্যক্রম স্থগিতের আদেশ দেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্থগিতের পাশাপাশি মামলাগুলো কেন বাতিল ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেন আদালত।
২০১৫ সালে বিএনপি জোটের সরকারবিরোধী আন্দোলন চলার সময় এসব মামলা করা হয়েছিল। রাজধানীর বিভিন্ন থানায় ১২ মামলায় সেলিমা রহমান ও আমান উল্লাহ আমানকে ২টি এবং হাবিব-উন-নবী খান সোহেলকে ৪টি মামলায় আসামি করা হয়।