অভয়নগরের আমন ধানের বাম্পার ফলনের আশা কৃষকের

বি.এইচ.মাহিনী :অভয়নগরের ভৈরব উত্তর পূর্বাঞ্চলে এবার আমন ধানের বাম্পার ফসলের আশা করছে কৃষকরা। বাঘুটিয়া, শ্রীধরপুর, শুভরাড়া, সিদ্দিপাশা ইউনিয়নসহ দক্ষিণ নড়াইলের বিছালি, কড়োলা এবং সিংগাশোলপুর ইউনিয়নের সকল ফসলী জমিতে এবার ব্যাপকভাবে আমনের চাষ লক্ষ্য করা গেছে। বিল ভুড়বুড়িয়া, হিদিয়া, খড়রিয়া, চান্দের বিলসহ বেশ কয়েকটি বিল নীচু হওয়ায় আমন ধানের চাষ প্রায় করা সম্ভব হয় না। কিন্তু এ বছর অতিবৃষ্টি কিংবা দীর্ঘ সময় টানাবৃষ্টি না হওয়ায় এসব বিলে দীর্ঘ জলাবদ্ধতার সৃষ্টি হয়নি তাই অধিকাংশ জমিতে আমন চাষ সম্ভব হয়েছে বলে বেশ কয়েকজন কৃষক এ প্রতিবেদককে জানান। সরেজমিনে পরিদর্শনে গেলে বাঘুটিয়ার পাইকপাড়ার কৃষক বাবুল শেখ এবং সিংগাড়ীর ফয়সাল বলেন, আগে আমাদের মাঠে ৪৮ শতকে বিঘার জমিতে আমনে ১৪/১৫ মণ ধান ফলত গতবার ২২/২৪ মণ করে পেয়েছি। তবে এ বছর ফসলের যে লক্ষণ দেখা যাচ্ছে যদি কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ না হয় তাহলে বিঘা প্রতি ২৮/৩০ মণ ফলন হবে বলে আশা করছি। এত বেশি ফলনের আশা করার কারণ জানতে চাইলে তারা বলেন,এবছর বৃষ্টি মাঝে মাঝে হওয়ায়, তুলনামুলক  রোগ বালাই কম হওয়ায় এবং বিভিন্ন ধরনের হাইব্রিড জাতের ধান যেমন–ধানী গোল্ড, ০০৩২,৩৯,৪৯, স্বর্ণা ইত্যাদি ধানের ফলন তুলনামুলক বেশি বলে ফলন বেশি হবে। অন্যান্য এলাকার কৃষকদের সাথে আলাপকালে তারা একই ধরণের মন্তব্য করেন।ধানের দাম এবার বেশি থাকায় কৃষকরা বেশ লাভবান হবে। সংশ্লিষ্ট এলাকার উপসহকারী কৃষিকর্মকর্তাদের কাছে ভাল ফসলের কারণ জানতে চাইলে তারা বলেন এবছর আবহাওয়া ভাল থাকায় রোগ বালাই কম হয়েছে, কৃষকরা এখন বেশ সচেতন বিধায় উন্নত জাতের বীজ এবং সময়মত পর্যাপ্ত সার ও কীটনাশক ব্যবহার করায় আমনের এবার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

 

 

 

 

Check Also

৩০ জুলাই পর্যন্ত অনেক দল সিদ্ধান্ত নিতে পারেনি, সংগ্রামে যুক্ত হবে কি না: সারজিস আলম

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।