সৌদি আরবের বিভিন্ন মসজিদ থেকে কয়েক হাজার ইমামকে চাকরিচ্যুত করেছে দেশটির সরকার। ‘চরমপন্থা’ ছড়ানোর অভিযোগে তাদের চাকরিচ্যুত করা হয়েছে বলে মস্কোতে রাশিয়ার সাংবাদিকদের কাছে সৌদির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের জানিয়েছেন।
এ ব্যাপারে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা কোনো ঘৃণার আদর্শ ছড়ানোর সুযোগ দিতে পারি না এবং সন্ত্রাসবাদে অর্থায়নের সুযোগ দিতে পারি না।’ তিনি আরও বলেন, ‘এই সমস্যায় আমাদের নীতি খুব কঠোর। বিভিন্ন ধর্মীয় বই-পুস্তকের ভুল ব্যাখ্যা রোধ করার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন করছি।’
এছাড়া রাশিয়ার সংবাদ মাধ্যমের বরাতে আরব নিউজ জানায়, সন্ত্রাসবাদে অর্থায়ন এবং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য কাতারকে অভিযুক্ত করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …