পরিবেশ দূষণ- ছয় কারখানাকে সাড়ে ১৭ লক্ষাধিক টাকা জরিমানা

মোঃ রেজাউল বারী বাবুল:গাজীপুর সংবাদদাতাঃ পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর দূষিত তরল বর্জ্য অপরিশোধিত অবস্থায় সরাসরি পরিবেশে নির্গমন করে এবং শব্দ দূষণ ও দুর্গন্ধ সৃষ্টির মাধ্যমে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় গাজীপুরের দুইটি কারখানাসহ ৬ টি কারখানাকে মোট ১৭ লাখ ৬০ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট উইং।

পরিবেশ অধিদপ্তর ঢাকা সদর দপ্তরের সহকারী পরিচালক মোঃ মোজাহিদুর রহমান জানান, পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে বুধবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) পরিবেশ দূষণের দায়ে গাজীপুর, ঢাকা, খুলনা ও বাগেরহাট জেলার ৬টি কারখানার মালিক/প্রতিনিধিকে পরিবেশ অধিদপ্তরের ঢাকা সদর দপ্তরে এনফোর্সমেন্ট উইংয়ে তলব করে শুনানী গ্রহণ করেন। শুনানী শেষে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর দূষিত তরল বর্জ্য অপরিশোধিত অবস্থায় সরাসরি পরিবেশে নির্গমন করে জনজীবন এবং পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় গাজীপুরের “পূর্বাণী ফেব্রিক্স ও ইয়ার্ণ ডাইং”-কে ১ লাখ ৫৩ হাজার ৬’শ টাকা, ঢাকা মহানগরের “মাম থ্রেড এন্ড এক্্েরসরিজ লিঃ”কে ৪ লাখ ৮৩ হাজার ৮৪০ টাকা এবং “প্রিন্স ওয়াশিং এন্ড ডাইং”কে ৩লাখ ৬২হাজার ২৪০, ঢাকা জেলার সাভারের “ডেকো এক্সেসরিজ লিঃ”কে ৯৬হাজার ৭৬৮ টাকা, খুলনার “সুপার এক্স লেদারস লিঃ”কে ৬ লাখ ২০ হাজার টাকা এবং বাগেরহাটের মংলা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার “সুন শিন এডিবেল অয়েল লিঃ”কে ৪৪ হাজার ৩২০ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়। এর আগে মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট টিম ওইসব কারখানাসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
###

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।