লক্ষ্মীপুরে যুবদল ও ছাত্রদলের ১৫ নেতা আটক

লক্ষ্মীপুরে জেলা যুবদল ও ছাত্রদলের ১৫ জন নেতাকে আটক করছে পুলিশ। গতকাল মঙ্গবার রাতে শহরের পুরাতন পৌরসভার এলাকার একটি চা দোকান থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হল- সদর উপজেলা যুবদলের সভাপতি খালেদ মোহাম্মদ আলী কিরন, পৌর যুবদলের সাধারণ সম্পাদক সৌরভ হোসেন ভূলু, জেলা ছাত্রদলের সাহিত্য বিষয়ক সম্পাদক নাদিম মাহমুদ জুয়েল, যুবদল নেতা বেলাল হোসেন, ছাত্রদল নেতা হুমায়ুন কবির, সুবজ, হাসান, মোবারক হোসেন, আরিফ হোসেন, মিনর হোসেন, আলাউদ্দিনসহ ১৫জন। তবে পুলিশ বলছে, নাশকতার পরিকল্পনা করার অভিযোগে তাদের আটক করা হয়। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবী করছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি এবং সাবেক এমপি আবুল খায়ের ভূইয়া, বিএনপির প্রচার সম্পাদক ও সাবেক এমপি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, কেন্দ্রীয় বিএনপির সহ-সমাজ কল্যান বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাধারন সম্পাদক সাহাবুদ্দিন সাবু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট হাসিবুর রহমান, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম  লিটন ও জেলা ছাত্রদলের সভাপতি মো. হারুনুর রশিদ।  সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন জানান, যুবদল ও ছাত্রদলের নেতারা নাশকতার পরিকল্পনা করছিল এমন খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Check Also

সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত

মামুন হোসেন নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার ( …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।