ঢাকা : আগামীকাল শুক্রবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আজ বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, চিকিৎসার জন্য প্রধান বিচারপতি আগামীকাল বিকালে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন বলে আমি জানি।
উল্লেখ্য, ১লা আগস্ট সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর থেকে সরকার দলীয় মন্ত্রী ও এমপিদের সমালোচনার মুখে পড়েন প্রধান বিচারপতি। এসময় প্রধান বিচারপতিকে অপসারণেরও দাবি করা হয়। সমালোচনার মধ্যেই গত ১০ থেকে ২২শে সেপ্টেম্বর পর্যন্ত প্রধান বিচারপতি এস কে সিনহা দেশের বাইরে ছুটিতে ছিলেন। ছুটি শেষ হওয়ার পূর্বেই ২রা অক্টোবর অসুস্থতার কারণ দেখিয়ে এক মাসের ছুটির আবেদন করেন তিনি। পরে ১৩ই অক্টোবর থেকে ১০ই নভেম্বর পর্যন্ত দেশের বাইরে থাকার অনুমতি চেয়ে প্রেসিডেন্ট বরাবর আবেদন করেন। ওই আবেদনে প্রেসিডেন্ট আবদুল হামিদ সই করেন। আজ সকালে প্রধান বিচারপতির বিদেশে যাওয়ার ব্যাপারে প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। অবশ্য সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি, বিএনপি, হিন্দু, বোদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে প্রধান বিচারপতিকে ছুটিতে যেতে বাধ্য করা হয়েছে।
Check Also
প্রত্যেকটা অফিসের কেরানি পর্যন্ত ফ্যাসিবাদের দোসর : আসিফ মাহমুদ
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ …