ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জামাল হোসেনের নেতৃত্বে সংসদ উপনেতা ও এমপি সৈয়দা সাজেদা চৌধুরীর গাড়ি বহরে হামলা চালানো হয়েছে। এসময় সাজেদা চৌধুরী অক্ষত থাকলেও বহরে থাকা সহকারী পুলিশ সুপার এফ এম মহিউদ্দিনের গাড়ির গ্লাস ভেঙ্গে ইট-পাটকেল ভেতরে প্রবেশ করে।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে হামলার এ ঘটনা ঘটে ।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম জানান, সংসদ উপনেতা সড়কপথে নিজ উপজেলা নগরকান্দায় ফিরছিলেন। তার গাড়ি বহর নগরকান্দার তালমা এলাকায় পৌঁছালে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জামাল হোসেনের নেতৃত্বে গাড়ি বহরে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে সহকারী পুলিশ সুপারের গাড়ির গ্লাস ভেঙে যায়।
তিনি জানান, সংসদ উপনেতা অক্ষত রয়েছেন।
এদিকে, জামাল হোসেন হামলার সঙ্গে তার সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন।
তিনি জানান, উত্তেজিত জনতা হামলা চালিয়েছে বলে তিনি শুনেছেন।
এছাড়া তিনি সেখানে উপস্থিত ছিলেন না বলেও দাবি করেন।
হামলার সময় দূর থেকে গুলির শব্দ শোনা গেছে। তবে কে বা কারা গুলি করেছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
জানা গেছে, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সৈয়দা সাজেদা চৌধুরীর ছেলে আয়মন আকবর চৌধুরীর সঙ্গে প্রতিপক্ষের দ্বন্দ্ব চলছিল।
এর পরিপ্রেক্ষিতে প্রতিপক্ষ আয়মনকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেছিল। তবে সংসদ উপনেতা যথারীতি নিজ নির্বাচনী এলাকায় যেতে পারতেন। কিন্তু আজ তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটল।