‘জামায়াত নেতাদের রিমান্ডের নামে হয়রানি করা হচ্ছে’

ঢাকা: ‘সরকার দেশ থেকে ইসলাম ও ইসলামী মূল্যবোধ ধ্বংস করতেই জামায়াতে ইসলামীকে বিশেষভাবে টার্গেট করেছে। সেই গভীর ষড়যন্ত্রের ধারাবাহিকতায় জামায়াতের বয়োবৃদ্ধ আমির মকবুল আহমাদ, নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানসহ নেতাদের গ্রেফতার করে রিমান্ডের নামে হয়রানি করা হচ্ছে।’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহা. রেজাউল করিম এ সব কথা বলেছেন। জামায়াতের কেন্দ্র ঘোষিত ‘দোয়া দিবস’ উপলক্ষে শুক্রবার ঢাকা মহানগরী উত্তর জামায়াতের উদ্যোগে এক দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য নাজিম উদ্দীন মোল্লা ও ঢাকা মহানগরী উত্তরের মজলিশে শুরা সদস্য ডা. ফখরুদ্দীন মানিক প্রমুখ।

কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে রেজাউল করিম জামায়ত আমিরসহ আটক নেতৃবৃন্দের মুক্তি, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

Check Also

১১—২৫ এপ্রিল সাতক্ষীরা জামায়াতের গণসংযোগ ইসলামের সুমহান দাওয়াত প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার আহবান

মুজাহিদুল ইসলাম, ক্রাইমবাতা রিপোট: পাড়া—প্রতিবেশী, সহকর্মী, আত্মীয়—স্বজনসহ ইসলামের সুমহান আদর্শের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেওয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।