তালায় চাষীদের সাথে অভিজ্ঞতা বিনিময় সভা
আকবর হোসেন,তালাঃ তালা উপজেলার ১৪ অক্টোবর শনিবার সকালে তালায় শুমুজদিপুর গ্রামে বিলুপ্তির হুমকিতে থাকা দেশীয় জাতের সমন্বিত ফসল চষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে একই গ্রামের ৫ টি দলের সদস্যদের উপস্থিতিতে এলাকার চাষীদের সাথে এক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরণ এর এশিয়া প্রকল্পের আয়োজনে ও মিজিরিওর এর অর্থায়নে উপজেলার সুমুজদিপুর গ্রামের কৃষক দলের সদস্য মোঃ আয়ুব আলী আকুঞ্জীর ক্ষেত পরিদর্শন শেষে উক্ত অভিজ্ঞতা বিনিময় সভা হয়। সভায় উত্তরণ এশিয়া প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ আব্দুস সবুর, প্রকল্প সুপারভাইজার তানিয়া সুলতানা, ফিল্ড ফ্যাসিলিলেটর ফারুক হোসেন, হান্না দাস, সরজিৎ ঘোষ, এবং চাষকৃত কৃষক এবং কৃষক দলের সকল সদস্যবৃন্দ এ উপস্থিত ছিলেন। এ সময় চাষী মো: আয়ুব আলী আকুঞ্জী উপস্থিত সকলের উদ্দেশ্যে চাষের সুফল ও অভিজ্ঞতা বিনিময় করেন।