ঢাকা: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সুস্থ এবং সরকার তাকে জোর করে বিদেশে পাঠিয়েছে এটা প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার রাতে গণমাধ্যমকে দেয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, প্রমানিত হয়ে গেল প্রধান বিচারপতি অসুস্থ ছিলেন না, তিনি সুস্থ ছিলেন। প্রমানিত হয়ে গেল তাকে ছুটি নিতে বাধ্য করা হয়েছে সেসময়।
তিনি বলেন, প্রধান বিচারপতির সঙ্গে সরকার যে আচরণ করছে তা খারাপ হয়েছে। এটা দেশ ও জাতির জন্য খারাপ হয়েছে। আমরা যে বলেছিলাম সরকার পুরোপুরিভাবে দেউলিয়া হয়ে গেছে, একটা রাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠান তাকে ধ্বংস করে ফেলা হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুন্ন হল, মানুষের শেষ আশ্রয়স্থল শেষ হয়ে গেল, আস্থা চলে গেল।
Check Also
ঢাকা প্রসঙ্গে বদলাতে পারে ভারতের পররাষ্ট্রনীতি
পাঁচ দশকের বিরতির পর গত মাসে বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামে একটি পাকিস্তানি পণ্যবাহী জাহাজ ডক …