নাটোর সংবাদদাতা;
নাটোরে সূর্যের হাসি ক্লিনিকের উদ্যোগে বনলতা বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণী ছাত্রীদের ঋতু¯্রাব কালীণ স্বাস্থ্যবিধি ও ব্যবস্থাপনা সম্পর্কে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। শনিবার বিকাল সাড়ে তিনটায় বনলতা বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। নাটোর সূর্যের হাসি ক্লিনিক এর ম্যানেজার মোঃ জহুরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনলতা বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আঃ রাজ্জাক ডাবলু। সভায় কিশোরীদের বয়:সন্ধিকালে শারীরিক নানা সমস্যা বিশেষ করে ঋতু¯্রাব চলাকালীন সময়ে সতর্কতা ও করনীয় বিষয় সম্পর্কে তাদের অবহিত করা হয়। পরে ছাত্রীদের মাঝে স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ ও স্কুল কর্তৃপক্ষকে স্বাস্থ্যসম্মত ডাষ্টবিন প্রদান করা হয়। এতে মোট ৬৫ জন ছাত্রী অংশ গ্রহন করে। এ ছাড়াও অবহিতকরণ সভায় সূর্যের হাসি ক্লিনিকের ডাক্তার ও বনলতা বালিকা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন। স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক উদ্যোগ গ্রহনের জন্য স্কুল কর্তৃপক্ষ সূর্যের হাসি ক্লিনিক কর্তৃপক্ষকে ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।
মোঃ রিয়াজুল ইসলাম