গেল ৬ অক্টোবর মুক্তিপ্রাপ্ত আলোচিত ও দর্শকপ্রশংসিত চলচ্চিত্র দীপংকর দীপন পরিচালিত ঢাকা অ্যাটাক -এ অনবদ্য অভিনয়ের কারণে এ মুহূর্তে বেশ আলোচনায় রয়েছেন চিত্রনায়ক আরেফিন শুভ। চলচ্চিত্রটির দর্শকপ্রিয়তায় শুভ আছেন খোশ মেজাজে। এ চলচ্চিত্রেই তিনি প্রথম চিত্রনায়ক আলমগীরের সাথে অভিনয় করার সুযোগ পান। আলমগীরের নির্দেশনায় চলচ্চিত্রে শুভ অভিনয় করবেনÑ এমনটি ভাবনায়ও ছিল না তার; কিন্তু শুভর সৌভাগ্য হয়েছে আলমগীরের নির্দেশনায় একটি সিনেমার গল্প চলচ্চিত্রে কাজ করার। গত ১০ অক্টোবর থেকে গাজীপুরের খতিব খামারবাড়িতে ঋতুপর্ণার সাথে একটি গানের দৃশ্যায়নের শুটিংয়ে অংশ নিয়েছেন শুভ। ‘আমার জামাকাপড় গুছাইয়া দে নকশি করা ব্যাগেতে, দুবাই যাবো’ এমন কথার গানটির দৃশ্যায়নে অংশগ্রহণের মধ্য দিয়ে আবারো ঋতুপর্ণা ও আরেফিন শুভ একটি সিনেমার গল্প চলচ্চিত্রে শুটিংয়ের কাজ শুরু করেছেন। গানটি লিখেছেন মনিরুজ্জামান মনির, সুর ও সঙ্গীতায়োজন করেছেন শওকত আলী ইমন এবং গানটিতে কণ্ঠ দিয়েছেন মনির খান ও কোনাল। গানটির কোরিওগ্রাফি করেছেন গুণী নৃত্যপরিচালক মাসুম বাবুল। গানটির দৃশ্যায়নে অংশ নেয়া প্রসঙ্গে ঋতুপর্ণা বলেন, ‘মাসুম বাবুল আমার খুব প্রিয় একজন মানুষ। প্রিয় ও মেধাবী একজন কোরিওগ্রাফার। আমি যখন প্রথম স্বামী কেন আসামি চলচ্চিত্রে কাজ করার জন্য ঢাকায় আসি, তখন তার দেখিয়ে দেয়া একটি নাচের দৃশ্য দিয়েই ঢাকার ক্যামেরার সামনে প্রথম দাঁড়ানো। এরপর তার কোরিওগ্রাফিতে অনেক চলচ্চিত্রে কাজ করেছি। সব সময়ই তিনি খুব ভালো কাজ করেন। অবসর সময়ে আমরা আড্ডা দেই। শুভ আর আমার এ গানটির কাজ সত্যিই অসাধারণ হয়েছে।’ শুভ বলেন, ‘চলচ্চিত্রে এমন কিছু গান থাকে, যা সাধারণ দর্শককে আনন্দ দেয়, গান শুনে নাচতে ইচ্ছে করে। কিছু গান থাকে দেশের আনাচে-কানাচে বাজে। দুবাই যাবো শিরোনামের গানটি এমনই একটি গান। এ গানটি একটি সিনেমার গল্পের ভেতরের আরেকটি সিনেমার গল্পের গান। যেখানে আমাকে গ্রামের ছেলের চরিত্রে দর্শক প্রথম দেখবেন। মাসুম ভাইয়ের কোরিওগ্রাফিতে আমি ও ঋতু দিদি চেষ্টা করেছি গানটিকে দর্শকের কাছে উপভোগ্য করে তুলতে। আশা করছি, দর্শকের ভালো লাগবে।’ আলমগীরের প্রযোজনা সংস্থা আইকন এন্টারটেইনমেন্টের ব্যানারে একটি সিনেমার গল্প নির্মিত হচ্ছে। এতে আরো অভিনয় করেছেনÑ সৈয়দ হাসান ইমাম, আলমগীর, সাদেক বাচ্চু, চম্পা, সাবেরী আলম, ববি, জ্যাকি আলমগীর প্রমুখ।
ছবি : মোহসীন আহমেদ কাওছার
Check Also
‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’
টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …