কলারোয়া ব্যুরো প্রতিনিধি,
সাতক্ষীরার কলারোয়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মনোনিত হয়েছেন সাংবাদিক ফিরোজ জোয়ার্দ্দার। রোববার বেলা ১২টার দিকে উপজেলা অডিটোরিয়ামে নবগঠিত কমিটির অভিষেক ও শপথ গ্রহন অনুষ্ঠানে এড মোস্তফা লুৎফুল্লাহ এমপিসহ আমন্ত্রিত অতিথিদের সন্মুখে দীর্ঘ ৫বছর সাংবাদিকতায় পেশায় নিজেকে জড়িয়ে ওই পদের জন্য তাকে ভূষিত করা হয়। এসময় এড মোস্তফা লুৎফুল্লাহ তাকে শপথ বাক্য পাঠ দান করান। কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দিপক শেঠের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন তালা-কলারোয়ার আসনের সংসদ সদস্য এড মোস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা নিবার্হী কর্মকর্তা মনিরা পারভীন, জেলা আওয়ামীলীগের ধর্ম-বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্জ্ব আরাফাত হোসেন, জেলা তথ্য কর্মকর্তা মোজাম্মেল হক, সরকারি কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না, ইউপি চেয়ারম্যানগন শামসুদ্দিন আল মাসুদ বাবু, মাস্টার নূরুল ইসলাম, আসলামুল আলম খান, আলহাজ্জ্ব আব্দুল হামিদ সরদার, এসএম মনিরুল ইসলাম, আবুল কালাম আজাদ (ভারপ্রাপ্ত), আফজাল হোসেন হাবিল, মনিরুল ইসলাম মনি, পৌরসভার প্যানেল মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, কাউন্সিলর আকিমুদ্দিন আকি, মেজবাহ উদ্দিন লিলু, শেখ জামিল হোসেন, মহিলা কাউন্সিলর ফারহানা হোসেন, সন্ধ্যা রানি বর্মন, লুতফুর নাহার লুতু, হেলাতলা ইউনিয়ন আওয়ামীলীগে সভাপতি মাস্টার শফিকুল ইসলাম, উপজেলা সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি আমজাদ হোসেন শাহিন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির বাবলু, সাংগঠনিক সম্পাদক জিএম শফিউল আলম শফি, প্রভাষক আব্দুর রহিমসহ সরকারের সকল দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সাংবাদিক এবং অতিথিবৃন্দ প্রমুখ। প্রেস ক্লাবের নবগঠিত কমিটির দপ্তর সম্পাদক মনোনিত করায় সাংবাদিক ফিরোজ জোয়ার্দ্দারের পক্ষ খেকে সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …