সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে ২৬ কেজি গাজা জব্দ

সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে ২৬ কেজি গাজা জব্দ করেছে বিজিবি। রোববার ভোরে সদর উপজেলা তলুইগাছা সীমান্তের একটি ধান ক্ষেত থেকে উক্ত গাজা গুলো জব্দ করা হয়। জব্দকৃত গাজার দাম প্রায় এক লাখ টাকা। তবে, এ ঘটনায় বিজিবি কোন চোরাচালানীকে আটক করতে সক্ষম হননি।
বিজিবি জানায়, সদর উপজেলার তলুইগাছা সীমান্ত এলাকা থেকে ভারত থেকে বিপুল পরিমাণ গাজা আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ৩৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের তলুইগাছা বিওপি’র টহল কমান্ডার নায়েক সুবেদার মিজানুর রহমানের নেতৃত্বে একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ২৬ কেজি গাজা জব্দ করে।

বিজিবি ৩৮ ব্যাটালিয়নের জনসংযোগ কর্মকর্তা মোঃ সামছুল আলম এ ঘটনাটি নিশ্চিত করেছেন।###

 

 

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।