নিজস্ব প্রতিবেদক : পাটকেলঘাটা থানার ভৈরবনগর এলাকায় দ্রুতগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকসহ আহত-২। রবিবার ভোর সাড়ে ৪ টায় খুলনা থেকে সাতক্ষীরা ভোমরা গামী ঢাকা মেট্্েরা- ট -১১-৯৭৫৬ ট্রাকটি ভৈরবনগর এলাকায় পৌছালে খুলনাগামী গরু ভর্তি পিকআপ রং ছাইটে আসলে সাদক্ষীরাগামী ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে দৃর্ঘটনার কবলে পড়ে। দুঘটনায় ট্রাক চালক জামালউদ্দিন ্ও তার হেলপার আহত হয়।
