ঢাকা: সুপ্রিমকোর্টের প্রশাসনে রদবদলের অনুমতি দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞা।
রোববার দুপুরে তিনি এ অনুমোদন দেন।
এ অনুমোদনে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ ১০ জনকে দেশের বিভিন্ন জেলায় বদলি করা হয়েছে। তবে আইন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করার পর এ বদলি কার্যকর হবে।
যাদের বদলি করা হয়েছে তারা হলেন- প্রধান বিচারপতির ব্যক্তিগত সহকারী মো. আনিসুর রহমান, রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, রেজিস্ট্রার মো. জাকির হাসেন, হাইকোর্ট বিভগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন, আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার অরুণাভ চক্রবর্তী, হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার মো. সাব্বির ফয়েজ, ডেপুর্টি রেজিস্ট্রার মো. আজিজুল হক ও ফারজানা ইয়াসমিনসহ ১০ জন।
Check Also
ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত : ডা. শফিকুর রহমান
ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির …