২ ঘণ্টা ৩৫ মিনিটের সংলাপে নির্বাচন কমিশনকে যা বলেছে বিএনপি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে নির্বাচন কমিশনের সঙ্গে রবিবার সকালে সংলাপে বসে দলটির ১৬ সদস্যের প্রতিনিধি দল। ২ ঘণ্টা ৩৫ মিনিট ব্যাপী এ সংলাপের বিষয়ে রবিবার দুপুরে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন ফখরুল।

বিএনপি নির্বাচন কমিশনকে যেসব সুপারিশ করেছেন তার কয়েকটি হলো:

১.নির্বাচনে কোনো ইভিএম/ভিভিএম ব্যবহার করা যাবে না।
২.মৃত ভোটারদের ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে। প্রবাসী ও কারাগারে বন্দীদের ভোটার তালিকায় অন্তভূক্ত করতে হবে।
৩.ছবিসহ অভিন্ন ভোটার তালিকা এজেন্ট ও সংশ্লিষ্টদের সরবরাহ করতে হবে।
৪.সীমানা নির্ধারণ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে হলে সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপের মাধ্যমে তা করতে হবে।
৫.নির্বাচনের সময়ে অধিক সংখ্যক বিদেশী পর্যবেক্ষকদের এদেশে আসাকে উৎসাহিত করতে হবে। এ ব্যাপারে বিভিন্ন বাধা দূরে পদক্ষেপ নিতে হবে।
৬.এখন থেকেই লেভেল প্লেয়িং ফিল্ড চালু করতে হবে এবং সব রাজনৈতিক দলকে সমান সুযোগ দিতে হবে।
৭.ব্যালট পেপারে জলছাপ থাকতে হবে।
৮.সংশ্লিষ্ট প্রার্থী বা তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে ভোট গণনা ও ৪৮ ঘণ্টার মধ্যে বেসরকারি ফল প্রকাশ করতে হবে।
৯. রিটার্নিং অফিসার নিয়োগের ক্ষেত্রে নির্বাচন কমিশনকে নিজেদের কর্মকর্তাদের অগ্রাধিকার দিতে হবে।
১০. নির্বাচন সংক্রান্ত বিষয়ে একক কোনো সিদ্ধান্ত নেয়া যাবে না।
১১. বিতর্কিত ৫৭ ধারা বাতিল করতে হবে।
১২.বন্ধ গণমাধ্যমগুলো চালু করতে হবে।
১৩. গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।
১৪.মোবাইল ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর নেটওয়ার্ক সচল রাখতে হবে।
১৫. সিসি ক্যামেরা (ক্লোজ সার্কিট) স্থাপন করতে হবে।

Check Also

অন্তর্বর্তীকালীন সরকারই তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে : অ্যাটর্নি জেনারেল

র্তমান অন্তর্বর্তীকালীন সরকারই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।